থামছে না মাদকের ভয়াবহ আগ্রাসন'গাঁজাসহ গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: মঙ্গলবার ২২শে আগস্ট ২০২৩ ০৩:১৮ অপরাহ্ন
থামছে না মাদকের ভয়াবহ আগ্রাসন'গাঁজাসহ গ্রেফতার-১

ধর্ষণ-হত্যা-ছিনতাই-রাহাজানিসহ বহুমাত্রিক অপরাধের মূলেই মাদক।বিভিন্ন সময় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ভয়াবহ মাদকের চালান কিংবা বাহকরা গ্রেপ্তার হলেও মূলহোতা ও মাদক কারবারির পৃষ্ঠপোষকরা নাগালের বাইরে থাকায় থামছে না মাদকের বিস্তার।এরই মধ্যে মাদকের ভয়াবহ আগ্রাসন -বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান অভিযানেও থেমে নেই মাদক বাণিজ্য। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে কুমিল্লা রিজিয়নের খাটিহাতা হাইওয়ে থানার  পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চার কেজি গাঁজাসহ মো. তরিকুল ইসলাম ওরফে বাদশাকে গ্রেফতার করেছেন।


২২ আগস্ট খাটিহাতা হাইওয়ে থানার পুলিশ  ফোর্সসহ মোবাইল ডিউটি করা কালে সরাইল উপজেলার  ঢাকা সিলেট মহাসড়কে বিশ্বোরোড মোড়ে ওয়ালটোন শো-রুমের সামনে ঢাকা সিলেট মহাসড়কে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে মো. তরিকুল ইসলাম ওরফে বাদশা(৩৫), পিতা-মো. তাজিল ইসলাম, গ্রাম- উত্তরমল্লিকপুর বাজার, থানা-নাচর, জেল- চাপাইনবাগঞ্জ। তার ডান হাতে থাকা সপিং ব্যাগের মধ্যো কষ্টটেপ দ্বারা বাধা অবস্থায় চার কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ।


খাটিহাতা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্রদাস এ প্রতিনিধিকে বলেন,গ্রেফতারকৃত বিরুদ্ধে  থানায় মামলা প্রক্রিয়াধীন। হাইওয়ে পুলিশের চলমান  মাদক বিরোধী অভিযান আব্যাহত থাকবে।