রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে নতুন সাজে স্মৃতিধন্য পতিসর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ মে ২০২৩, ০:৬

শেয়ার করুনঃ
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে নতুন সাজে স্মৃতিধন্য পতিসর

আগামী ২৫বৈশাখ (৮মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে কবির কাচারীবাড়িতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবারই প্রথম কাচারীবাড়ি পতিসরে জাতীয় ভাবে উদযাপন করা হচ্ছে কবিগুরুর জন্মবার্ষিকী। তাই কাচারীবাড়ির চারপাশে বর্তমানে সাজ সাজ রব পড়ে গেছে। তিনদিনের এই অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের নামও চ’ড়ান্ত করেছে জেলা প্রশাসন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে কাচারীবাড়ি পতিসরে কবিগুরুর জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রথম তিন দিনব্যাপী জাতীয় ভাবে রবীন্দ্র জন্মোৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে বরীন্দ্র গবেষকরা কবিগুরুকে নিয়ে স্মারক আলোচনা করবেন। এছাড়া প্রধান ও বিশেষ অতিথিবৃন্দের আলোচনা অন্তে দেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

তিনদিনের এই রবীন্দ্র জন্মোৎসবের প্রথম দিনে কাচারীবাড়ির দেবেন্দ্র মঞ্চে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে বিকাল আড়াইটায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন শেষে স্বাগত বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি। এছাড়াও জেলার বিভিন্ন আসনের সাংসদ, পুলিশ সুপার ও অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত থাকবেন। 

দ্বিতীয়দিন বিকাল সাড়ে ৩টায় আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে বক্তব্য রাখবেন রবীন্দ্র গবেষক আবুল মোমেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল। এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। 

তৃতীয়দিন বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে বক্তব্য রাখবেন রবীন্দ্র গবেষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক অধ্রাপক জুলফিকার মতিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। 

উৎসবে জাতীয় পর্যায়ের রবীন্দ্র শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। এছাড়াও তিনদিন জেলা, রাণীনগর ও আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমীর নিয়মিত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। 

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

পতিসর কাচারীবাড়ির তত্ত্বাবধায়ক আবুল কালাম হোসেন বলেন কবিগুরুর জন্ম উৎসব উপলক্ষ্যে বর্তমানে পতিসর কাচারীবাড়িতে চলছে শেষ সময়ের পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ। জন্মবার্ষিকীর সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কাচারী বাড়ির দেবেন্দ্র মঞ্চে। এছাড়া কাচারী বাড়ি ও তার আশেপাশের এলাকাগুলোকে নতুন করে সাজানো হচ্ছে।

পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, কাচারীবাড়ি পতিসরে কবিগুরুর জন্মোৎসব উপলক্ষ্যে জাতীয় ভাবে আয়োজিত তিনদিনব্যাপী গৃহিত সকল অনুষ্ঠান যেন সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশে সম্পন্ন হয় সেই লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনদিন পতিসরের আইন-শৃঙ্খলার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুলিশের বিশেষ বাহিনীও নিয়োজিত থাকবে। তাই আমি শতভাগ আশাবাদি এবার নওগাঁসহ পুরো দেশবাসী পতিসরে একটি ভিন্ন রকমের পরিবেশের মধ্যেদিয়ে কবিগুরুর জন্মেৎসব উদযাপন করতে পারবেন। 

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন এবারই প্রথম কবিগুরুর কাচারীবাড়ি পতিসরে জাতীয় ভাবে উদযাপন করা হচ্ছে কবির জন্মবার্ষিকী। ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিগত সময়ে পতিসরে কবির জন্ম বার্ষিকী যে সকল কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে এবার সম্পন্ন ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে আমরা কবিগুরুর জন্ম বার্ষিকী উদযাপনের লক্ষ্যে নানা বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছি। আমি আশাবাদি সকলের সার্বিক সহযোগিতায় বর্ণিল পরিবেশে জমকালো ও মনোমুগ্ধকর অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুর ১৬২তম জন্ম বার্ষিকী উদযাপন করতে পারবো যা দেশবাসী মনে রাখবেন।

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ইকতেষারুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও তিন দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ২৫ বৈশাখ বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপিত হবে। 

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে মৌলভীবাজারে ৮ দলের মিছিল

বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে মৌলভীবাজারে ৮ দলের মিছিল

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তাবায়নের দাবিতে আগামী শনিবার (৬ ডিসেম্বর) সিলেটের আলিয়া মাঠে আয়োজিত আন্দোলনরত ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে মৌলভীবাজাওে বিশাল প্রচার মিছিল করেছে মৌলভীবাজার জেলায় আন্দোলনরত ৮ দল।  বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আসর শহরের দেওয়ানি জামে মসজিদের সামনে থেকে প্রচার মিচিলটি শুরু হয়ে চৌমুহনা ঘুরে শহরের গুরুত্বপূর্ণ

দুধুকছড়িতে টিউবওয়েল স্থাপন ও কৃষি উপকরণ বিতরণ করল ৩ বিজিবি

দুধুকছড়িতে টিউবওয়েল স্থাপন ও কৃষি উপকরণ বিতরণ করল ৩ বিজিবি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুধুকছড়ি গ্রামে টিউবওয়েল স্থাপন ও কৃষি উপকরণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) বিকেলে লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম শান্তিনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ত্রিপুরাপাড়ায় দুটি টিউবওয়েল স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন। পাশাপাশি অসহায় কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন তিনি। এসময় তিনি অংজ পাড়া গ্রামে উযেয়া বৌদ্ধ বিহার

কুয়াকাটায় চর বিজয়ের ৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুয়াকাটায় চর বিজয়ের ৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পর্যটন নগরী কুয়াকাটার অন্যতম স্পট চর বিজয়ের অষ্টতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কুয়াকাটা চর বিজয় সোসাইটির উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও  যথাসময়ে কেক কাটা , বৃক্ষ রোপন ও প্লাস্টিক বর্জ্য নিধন কর্মসূচির মধ্যে দিয়ে এ দিবসটি পালিত হয়।  জানা গেছে, ২০১৭ সালে ৪ ডিসেম্বর এই দিনে সাংবাদিক ও ট্যুরিজম ব্যবসায়ী হোসাইন আমিরের নেতৃত্বে ১১ জনের একটি দল বিজয়ের মাসে এই চারটি খুঁজে

দৌলতদিয়ায় ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি, দুটি ভেকুর ব্যাটারী জব্দ

দৌলতদিয়ায় ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি, দুটি ভেকুর ব্যাটারী জব্দ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার আক্কাস আলী হাই স্কুলের পেছনে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের কলাবাগান এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান অভিযান পরিচালনা করেন। এসময় মাটি উত্তোলনে ব্যবহৃত দুটি ভেকুর ব্যাটারি জব্দ করা হলেও স্থানটিতে কাউকে পাওয়া যায়নি। এসিল্যান্ড মোঃ আসাদুজ্জামান বলেন, অনুমতি ছাড়া কৃষিজমির

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শুকুরাম উরাং (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে ১৮৪৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত শুকুরাম উরাং মুরইছড়া চা-বাগান বস্তি এলাকার দাসনু উরাংয়ের ছেলে। স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে শুকুরাম উরাং নিজের কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা হঠাৎ তাকে লক্ষ্য করে