বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শনিবার ২৯শে এপ্রিল ২০২৩ ০৬:২৬ অপরাহ্ন
বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। মৃত অনুরাগ বাড়ৈ (৩) উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামের আনন্দ বাড়ৈর ছেলে।


আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, দরিদ্র ভ্যান চালক আনন্দ বাড়ৈ ঘরের মধ্যে একটি বৈদ্যুতিক টেবিল ফ্যানের যান্ত্রিক ত্রুটি দেখা দিলে, সেটি বৈদ্যুতিক সংযোগ দিয়ে মেরামত করে বাহিরে ধান উঠাতে যায়। এসময় তার তিন বছরের ছেলে অনুরাগ বাড়ৈ বৈদ্যুতিক সংযোগ দেয়া ফ্যানের তারে হাত লেগে বিদ্যুতায়িত হয়। এতে ওই শিশুর হাত ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।


নিহত শিশুর পিতা আনন্দ বাড়ৈ বলেন, বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে আমার ছেলে অনুরাগ বাড়ৈ মারা যায়। অনেকক্ষণ তাকে না দেখে খুঁজতে ঘরে গিয়ে দেখি হাত ও শরীর পুড়ে মাটিতে পড়ে আছে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফারহানা ইসলাম তাকে মৃত ঘোষনা করে।


আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, মৃতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।