নাটোরের লালপুর উপজেলার একটি পুকুর পাড় থেকে ছকিনা বেগম (৬৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে থানার পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফরিদপুর মাঠের একটি পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। ছকিনা বেগম উপজেলা এবি ইউনিয়নের ভবানীপুর গ্রামের আকবর ফকিরের স্ত্রী।
স্থানীয়রা জানায়, ছকিনা বেগমরে স্বামী আকবর ফকির ক্যান্সার রোগে আক্রান্ত। রক্তের জন্য শুক্রবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়। তার পরে ছকিনা বেগমও বাড়ি থেকে বের হয়ে যায়। রাতেও ছকিনা বেগম বাড়ি না ফিরলে খোঁজা খুজি শুরু করে পরিবারের সদস্যরা।
পরে শনিবার দুপুরে ফরিদপুর পুকুর পাড় থেকে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
লালপুর থানার ওসি মোনয়ারুজ্জামন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহতের শরীরের কোন আঘাতের দাগ নেই। এঘটনায় থানায় একটি অপমৃত মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।