কলাপাড়ায় মাদক ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ২০শে ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৩৯ অপরাহ্ন
কলাপাড়ায় মাদক ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রভাবশালী একটি পরিবারের জুলুম নির্যাতনের শিকার হচ্ছে স্থানীয় সাধারণ মানুষ। মামলা হামলার ভয়ভীতি দেখানো হচ্ছে। এর  প্রতিবাদ জানিয়ে পটুয়াখালীর মহিপুরে মানববন্ধন করেছে ভুক্তভোগী কয়েক শত মানুষ।


 সোমবার বেলা এগারোটায় সুধীরপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সুধীরপুর গ্রামের হারুনর রশিদ, রশিদ খান, তৈয়ব আলী খান ও সত্তার মুসুল্লী। মানববন্ধনে সুধীরপুর ও কোমরপুর গ্রামের শত শত মানুষ অংশগ্রহন করেন। 


মানববন্ধনকালে বক্তারা বলেন, প্রভাবশালী ইউনুছ ফরাজীর জামাতা বনি আমিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এর প্রতিবাদ করতে গিয়ে ওই এলাকার অনেক মানুষ হামলার শিকার হয়েছে। পান থেকে চুন খসলেই এলাকার মানুষদের নামে ধর্ষণ সহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিয়ে আসছে।  


তারা এ জুলুম নির্যাতন এবং হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের দৃস্টি আকর্ষণ করেন।