নওগাঁয় ৯ জয়িতাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: শুক্রবার ৯ই ডিসেম্বর ২০২২ ০৮:৩০ অপরাহ্ন
নওগাঁয় ৯ জয়িতাকে সংবর্ধনা

আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উপলক্ষে 'জয়িতা অন্বেষন বাংলাদেশ কার্যাক্রমের আওতায়' নওগাঁয় জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।


অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও বিভিন্ন বাধা উপেক্ষা করে প্রতিষ্ঠিত হওযায় জেলা পর্যায়ে ৫ জন ও নওগাঁ সদর উপজেলা পর্যায়ে ৪ জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়।


জেলা পর্যায়ে জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মান্দা উপজেলার শ্রী-রামপুর গ্রামের সাবরি খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নিয়ামতপুর উপজেলার হরিপুর শ্রীমন্তপুর গ্রামের নুরেকা খাতুন, সফল জননী মাান্দা উপজেলার দেলুয়াবাড়ী গ্রামের রিনা রানী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী সদর উপজেলার খাঁস-নওগাঁ মন্ডলপাড়া গ্রামের মৌসুমী সুলতানা, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের ক্ষেত্রে মহাদেবপুর উপজেলার উত্তর-গ্রাম গ্রামের রাবেয়া রহমান।


সদর উপজেলা পর্যায়ে জয়িতারা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী সদর উপজেলার আবাদপুর গ্রামের সাবিনা ইয়াসমিন, সফল জননী চকদেব জনকল্যাণ পাড়া গ্রামের বিলকিছ বানু, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী সদর উপজেলার আবাদপুর গ্রামের সাবিনা ইয়াসমিন, সফল জননী চকদেব জনকল্যাণ পাড়া গ্রামের বিলকিছ বানু, খাঁস-নওগাঁ মন্ডলপাড়া গ্রামের মৌসুমী সুলতানা, সমাজ উন্নয়নে অসমান অবদানের ক্ষেত্রে সদর উপজেল চকদেব গ্রামের লাবনী রানী।


 অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ইশরাত জাহান, মৃত্তিকা সম্পদ উন্নয়ন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাইস, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আকতার, জেলা পর্যায়ের জয়িতাদের মধ্যে নুরেকা খাতুন, রিতা রানী, রাবেয়া রহমান এবং উপজেলা পর্যায়ের জয়িতা লাবনী রাণী সাহা বক্তব্য রাখেন।