হিজলায় মা ইলিশ অভিযান বিষয়ক নৌপুলিশের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: শুক্রবার ৩০শে সেপ্টেম্বর ২০২২ ০৭:২৮ অপরাহ্ন
হিজলায় মা ইলিশ অভিযান বিষয়ক নৌপুলিশের মতবিনিময়

নৌ পুলিশ বরিশালের আয়োজনে হিজলা উপজেলায় আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত  মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার ৩০ সেপ্টেম্বর বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরিশাল অঞ্চলের নৌপুলিশ সুপার মোঃ কফিল উদ্দিন।


এসময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনস মিয়া। 


এছাড়াও উপস্থিত ছিলেন বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ এনায়েত হোসেন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌফিকুর রহমান সিকদার, জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি জাকির হোসেন সিকদার , গণমাধ্যমেকর্মী, মৎস্য ব্যবসায়ীগণ সহ উপজেলার বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হিজলা নৌ পুলিশ ইনচার্জ বিকাশ চন্দ্র দে।