চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় একটি যাত্রীবাহী বাসে ব্রিজ থেকে ছিটকে পড়েছে। এতে ১৪ জন আহত হয়েছেন। সোমবার (১৫ আগস্ট) দুপুর ১টায় উপজেলার নয়াখাল তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— আল আমিন (২১), হালিমা বেগম (১৬), শারমিন আক্তার (২৫), মুহাম্মদ জায়াদ (৫), একরাম (৩২), মুহাম্মদ নাসির উদ্দিন (২৭), মোহাম্মদ আবদুল্লাহ (১২), মুহাম্মদ সরওয়ার কামাল (৩৫), আবুল হাশেম (৪৫), জেসমিন আক্তার (৩৫), ফরিদা আক্তার (১৭), মাহমুদা খাতুন (৬০) ও হাসান নুরসহ (১৮) ১৪ জন।
দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি মাসুদুর রহমান বলেন, সোমবার দুপুরে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে যায়। এতে বাসের নারী-শিশুসহ ১৪ যাত্রী আহত হন। বাসটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। আহত ১৪ জনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে পাঠানো হয়। তবে আহতদের অবস্থা তেমন গুরুতর না।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।