কালকিনি ও ডাসারে যথাযথ মর্যাদায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: সোমবার ৮ই আগস্ট ২০২২ ০৪:২৮ অপরাহ্ন
কালকিনি ও ডাসারে  যথাযথ মর্যাদায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সেলাইমেশিন বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি অধ্যাপিকা তাহমিনা বেগম,বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সহকারী কমিশনার(ভুমি)মোঃ ইমরান হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জলিল আকন, কালকিনি থানার ওসি মোঃ শামিম হোসেন।


অন্যদিকে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের এমপি অধ্যাপিকা তাহমিনা বেগম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা আ.লীগের আহবায়ক সৈয়দ শাখাওয়াত হোসেন, ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান, সরকারি শেখ হাসিনা একাডেমি এ্যান্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দূর্লভ আনন্দ বাড়ৈ,  বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার,আ.লীগের যুগ্ন আহবায়ক মোঃ মতিউর রহমান হাওলাদার, ডাসার উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ,জনপ্রতিনিধি ও ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক রতন-দে। সঞ্চালনায় ছিলেন,উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।