ভূরুঙ্গামারীতে স্বেচ্ছাসেবী যুবকের উদ্যোগে সড়কের খানাখন্দ ভরাট

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৪ঠা আগস্ট ২০২২ ০৬:০৬ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে স্বেচ্ছাসেবী যুবকের উদ্যোগে সড়কের খানাখন্দ ভরাট

সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার প্রধান সড়কের কলেজ মোড় নামক স্থানের খানাখন্দ নিজ উদ্যোগে ভরাট করে যানবাহন চলাচলের উপযোগী করেছেন শাহজাহান আলী সোহাগ নামের এক স্বেচ্ছাসেবী যুবক । 


বুধবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী উপজেলা সদরের কলেজ মোড়ের খানাখন্দে ইট ও বালু ফেলে ভরাট করেন শাহজাহান আলী সোহাগ ও তার নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবী।


অটোরিকশা চালক মাইদুল ও সফিয়ার বলেন, খানাখন্দে ভরা সড়ক দিয়ে যাত্রী নিয়ে চলাচল করতে খুব সমস্যা হতো। ইটের টুকরা ও বালু ফেলায় কিছুদিন নিরাপদে চলাচল করা যাবে।


কলেজ মোড় এলাকার ব‍্যবসায়ী বাবু বলেন, এই মোড়ে বড় আকারে খানাখন্দ ছিল। খানাখন্দের কারণে পথচারী ও যানবাহন চলাচলে সমস্যা হচ্ছিল। খানাখন্দ ভরাট করায় যাতায়াতের সমস্যা কিছুটা হলেও কমবে। 


শাহজাহান আলী সোহাগ বলেন, ভূরুঙ্গামারী উপজেলার প্রধান সড়কের কলেজ মোড় নামক স্থানে খানাখন্দ থাকায় দীর্ঘদিন যাবত জনসাধারণকে ভোগান্তি পোহাতে হচ্ছিল। জনসাধারণের ভোগান্তি লাঘবের কথা চিন্তা করে সড়কটি চলাচলের উপযোগী করার চেষ্টা করেছি।