বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শনিবার ১৮ই জুন ২০২২ ০৪:৫৪ অপরাহ্ন
বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

বরিশালে একদিকে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি পড়ছে। অন্যদিকে জেলার বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলে জোয়ারের পানিতে প্লাবিত হলেও এখন পর্যন্ত এর কোনো প্রভাব পড়েনি বরিশাল শহরে। 


শুক্রবার রাতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরিশাল কার্যালয় সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, বরিশাল বিভাগের মধ্যে ভোলা খেয়াঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার, ভোলার দৌলতখানের সুরমা-মেঘনা নদীর পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার, তজুমদ্দিনের সুরমা-মেঘনা নদীর পানি বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার এবং পাথরঘাটার বিষখালী নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর বাহিরে বরিশালের কীর্তনখোলা, পটুয়াখালীর মির্জাগঞ্জের বুড়িশ্বর, পিরোজপুরের বলেশ্বর, ঝালকাঠি ও বরগুনার বিশখালী নদীর পানি বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 


এদিকে শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বরিশাল শহরসহ জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার জানান, পূর্ণিমার জো’র কারণে জোয়ারের সময় সাগর ফুলে উঠছে। অপরদিকে উত্তরাঞ্চলের বন্যার পানির ভাটির দিকে নামছে। এ কারণে বরিশালের বিভিন্ন নদীর পানি জোয়ারের সময় বিপৎসীমা অতিক্রম করছে। আবার ভাটির সময় কমে যাচ্ছে। তবে এটি স্থায়ী কোনো বিষয় নয়।