রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১৭২৭) এর তালিকাভুক্ত নিহত ১৭ শ্রমিকের পরিবারের মাঝে মৃত্যুকালীন অনুদান প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে গোয়ালন্দ বাজার আড়তপট্রিস্থ প্রধান কার্যালয়ের সামনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো. সহিদ মোল্লার সভাপতিত্বে শ্রমিক পরিবারের মাঝে মৃত্যুকালীন অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইসলাম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ¯^পন কুমার মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা প্রমূখ।
আলোচনা সভা শেষে নিহত ১৭ শ্রমিকের প্রত্যেক পরিবারের মাঝে সংগঠনটির পক্ষ থেকে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। আমন্ত্রিত অতিথিগন ওই সকল শ্রমিক পরিবারের সদস্যদের হাতে অনুদানের অর্থ তুলে দেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।