ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই জুন ২০২২ ১০:৩১ পূর্বাহ্ন
ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৯ জুন) সকালে শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন, পিকআপ ভ্যানচালক পাবনার ভাঙ্গুড়ার রফিকুল গাজীর ছেলে মো. বেলাল হোসেন ও সহকারী সিরাজগঞ্জের তাড়াশের উজ্জ্বল।


জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুন) ভোরে রাজশাহীর বাঘা থেকে আম নিয়ে একটি পিকআপভ্যান বরিশাল যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শৈলকুপার চাঁদপুর নামক স্থানে পৌঁছালে বালুভর্তি ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয় পিকআপ ভ্যানটি। এ সময় পিকআপ ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হন। পরে এ সংবাদ পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানান, এ ঘটনার খবর পেয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।