কালিগঞ্জে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আব্দুল কাদের, উপজেলা প্রতিনিধি, কালিগঞ্জ, সাতক্ষীরা
প্রকাশিত: মঙ্গলবার ১লা মার্চ ২০২২ ০৭:৫৪ অপরাহ্ন
কালিগঞ্জে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ উপজেলা ১২টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১ মার্চ) বিকালে কুশুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১ও ২ নম্বর ওয়ার্ডের আয়োজনে কালিগঞ্জ বঙ্গবন্ধু মুর‌্যালের পাদদেশে সভা অনুষ্ঠিত হয়। 


বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ্। 


এসময় তিনি বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির জনক বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন। তাঁর এ উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি সশস্ত্র মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছিলো। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক শেখ শাহারাত আলী, ২ ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাশেদ, ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আবু মুসা সরদার, ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ খায়রুল আলম, ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আকলিমা খাতুন মিতা প্রমুখ। 


এছাড়াও উপজেলার ১২টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী  উপলক্ষ্যে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়।