সরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: সোমবার ১৪ই ফেব্রুয়ারি ২০২২ ০৪:০৪ অপরাহ্ন
সরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নানা আয়োজনে পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রস্তুতি সভা অনুষ্ঠিত।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী অফিস কক্ষে জুম অ্যাপের মাধ্যমে  এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ সোমবার ১৪ (ফেব্রুয়ারি) বারটার দিকে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে ও সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকেরা জুম অ্যাপে যুক্ত হন।এদিকে করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনামতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাত ফেরিসহ নানা  আয়োজনে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এছাড়াও শহীদ মিনারে আলোকসজ্জা, সুন্দর হাতের লেখা এবং ‍শিশুরা চিত্রাঙ্কন আঁকবে বলে সভায় জানানো হয়।এই বিষয়ে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা.মো.নোমান মিয়া,উপজেলা পরিষদ মহিলা ভাইস- চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল,সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন,


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোছা.নিলুফা ইয়াছমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া,সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা.নাজমা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মওদুদ আহমেদ, মো. শাকিল প্রমুখ।