কালিয়াকৈরে আনসার বাহিনীর ৪২তম সমাবেশের কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
খোরশেদ আলম, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার ৫ই জানুয়ারী ২০২২ ০৪:৫১ অপরাহ্ন
কালিয়াকৈরে আনসার বাহিনীর ৪২তম সমাবেশের কার্যক্রমের উদ্বোধন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর ৪২তম জাতীয় সমাবেশের প্রস্তুতিমূল্যক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত আনসার ভিডিপি একাডেমিতে কেক কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। 



পরে উদ্বোধন অনুষ্ঠান ও এদিন ভিডিপি দিবস উপলক্ষে বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা-কর্মচারী, সদস্য ও সুসজ্জিত ব্যান্ড দলের সম্মিলনে প্যারেড গ্রাউন্ড থেকে একটি সু-বিশাল র‌্যালি বের হয়ে একাডেমির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, এসময় আরও উপস্থিত ছিলেন, উপ মহাপরিচালকবৃন্দ, আনসার ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট, সদর দপ্তর ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।