ধামইরহাটে ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৫৫ জনের মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৫শে নভেম্বর ২০২১ ০৭:৩৭ অপরাহ্ন
ধামইরহাটে ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৫৫ জনের মনোনয়ন দাখিল

ধামইরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টি ইউনিয়নে চেয়ারম্যান,সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে মোট ৪৫৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। আওয়ামীলীগ,বিদ্রোহী আওয়ামীলীগ ও বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন। ৮টি মধ্যে ৮টিতেই আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া বিএনপির কয়েকজন হেভিওয়েট প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন।উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে,২৫ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার ৮টি ইউনিয়নের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।


শেষ দিনে অনেক প্রার্থী মোটর সাইকেল শো-ডাউন করে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে  ৪৬ জন,সংরক্ষিত সদস্য পদে ৯৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে ধামইরহাট ইউনিয়নে নৌকা নিয়ে বর্তমান চেয়ারম্যান মো.কামরুজ্জামান,আ’লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান এটিএম বদিউল আলম,ইউনিয়ন সভাপতি তনছের আলী,ইউপি সদস্য আব্দুস ছালাম ফল্টু। এখানে আওয়ামীলীগ ছাড়া অন্য দলের কোন প্রার্থী নেই আগ্রাদ্বিগুনে নৌকার বর্তমান চেয়ারম্যান ছালেহ উদ্দিন,বিদ্রোহী আব্দুল লতিফ মীর,স্বতন্ত্র হিসেবে বিএনপির ইসমাইল হোসেন মোস্তাক,স্বতন্ত্র আবু ছালেহ মো.মুজাফ্ফর রহমান শাহ,ইসহাক আলী।


আলমপুর ইউপিতে নৌকার ওসমান গনি,বিদ্রোহী আবু মুসা,বেলাল হোসেন,জাকের পার্টির তাসরিফ মেহেদী,আব্দুল কাদের এবং স্বতন্ত্র হিেেসবে সাবেক ইউপি জামাত নেতা চেয়ারম্যান আতাউর রহমান। উমার ইউপিতে নৌকার ওবায়দুল হক সরকার,বিদ্রোহী মাসুদুর রহমান সরকার,বিদ্রোহী বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাহারুল ইসলাম,জাইরুল ইসলাম ও বিএনপির শামীম হোসেন রাজু আলী,আড়ানগরে নৌকার বর্তমান চেয়ারম্যান শাহজাহান আলী কমল,বিদ্র্রোহী হেলাল হোসেন,আবু রাইহান,মোসাদ্দেকুর রহমান স্বতন্ত্র রফিকুল ইসলাম রকেট,গোলাম মোস্তফা সরকার এবং বিএনপির শামীম কবির মিল্টন।


জাহানপুরে নৌকার গোলাম কিবরিয়া,বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান ওসমান আলী,বিএনপির মাসুদ রানা মইদুল,তারিকুল ইসলাম রাঙ্গা,ইমতিয়াজ হোসেন,আলম মামুন ফেরদৌস রনি,বিকল্পধারার বদিউল আলম,স্বতন্ত্র জাকির হোসেন,আবু হাসনাত গোলজার,ইসবপুর ইউপিতে নৌকার মাহফুজুল হক লাকী,বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান ইমরুল কায়েশ বাদল,আশরাফুল ইসলাম রাশেদ,স্বতন্ত্র হিসেবে বিএনপির এসএম জাহাঙ্গীর আলম,আবু বক্কর দেওয়ান এবং খেলনা ইউনিয়নে নৌকার নাজমুল হোসেন,বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম,বিএনপির সাবেক চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী এবং জাতীয় পার্র্টির আবুল হোসেন,করিম সরকার। ৮টির মধ্যে ধামইরহাট ও উমার ইউনিয়নে এভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

উল্লেখ্য,উপজেলার আটটি ইউনিয়নে মোট সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ৪শত ১৮ জন। পুরুষ ভোটার রয়েছে ৬৯ হাজার ৩শত ১জন এবং মহিলা ভোটার রয়েছে ৬৯ ১শত ১৭ জন। আগামী ২৯ নভেম্বর মনোনয়ন পত্র যাচাই বাছাই এবং ৬ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের দিন। আগামী ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।