সরাইলে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: সোমবার ২৫শে অক্টোবর ২০২১ ০৯:৩২ অপরাহ্ন
সরাইলে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় 'সম্প্রীতি' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল।


প্রধান অথিতির বক্তব্যে  ইউএনও মো. আরিফুল হক মৃদুল বলেন,অসাম্প্রদায়িক চেতনায় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশের উন্নয়ন ঘটিয়ে গরিব-দুঃখী মানুষের মুখে হাঁসি ফোঁটানো। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করছেন মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে যে এখন উন্নয়ন হচ্ছে সম্প্রীতি বজায় আছে বলেই তা সম্ভব হচ্ছে। তাই উন্নয়নের এই অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে এই সম্প্রীতির সংলাপ চালিয়ে যেতে হবে। সম্প্রীতি রক্ষায় সকল মহলের সহযোগীতা চেয়েছেন। 


 অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে অরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উত্তম ঘোষ এর সঞ্চালনায় অরুয়াইল কলেজ মাঠে সম্প্রীতি সভার বিশেষ অথিতি ছিলেন, অরুয়াইল কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অরুয়াইল জামে মসজিদের ঈমাম মুফতী মো, মামুনুর রশীদ, 


বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি সদস্য ফরেস ঘোষ, অরুয়াইল স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক গাজী মো. কাপ্তান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ,সাবেক ইউপি সদস্য মনোরঞ্জন দাস, সাবেক মেম্বার ফিরুজ ঘোষ, বিনু মাস্টারসহ সম্প্রীতি সভায় মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, রাজনৈতিক ও গণমাধ্যমকর্মিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।