হিজলায় শেখ রাসেল এর জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: সোমবার ১৮ই অক্টোবর ২০২১ ১১:৩৭ পূর্বাহ্ন
হিজলায় শেখ রাসেল এর জন্মদিন পালিত

দীপ্ব জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস - এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো শেখ রাসেল এর জন্মদিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র ছিলেন শেখ রাসেল। জাতীয় পর্যায়ে প্রথম বারের মতো পালিত হলো শেখ রাসেল এর জন্মদিন। সোমবার ১৮ অক্টোবর সকাল ১০ টায় শেখ রাসেল এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হিজলা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিশু শিক্ষার্থীবৃন্দ।


এরপর হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে সেমিনার ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ রবিউল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, বিডিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।


এছাড়াও উপস্থিত ছিলেন বড়জালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ এনায়েত হোসেন হাওলাদার, হিজলা গৌরব্দী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, মুক্তিযোদ্ধাগণ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে দিবসটি নিয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। এসময় শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষ্যে হিজলা  উপজেলা কৃষি অফিসের সৌজন্যে শিক্ষার্থীদের মাঝে একশত তালের বীজ বিনামূল্যে বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহসানুল হাবীব আল আজাদ জনি।