বিসিসি’র উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: সোমবার ২০শে সেপ্টেম্বর ২০২১ ০৪:৪৫ অপরাহ্ন
বিসিসি’র উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

বরিশাল সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর জাহাঙ্গির হোসেন এর মৃত্যুর ৯ মাস পরে আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে উপ-নির্বাচন। উপ-নির্বাচনে ওই ওয়ার্ডে অংশ নিতে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিল। সোমবার বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অংশ নিতে যাওয়া ৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়। 


এসময় কাউন্সিলর প্রার্থী সৈয়দ গোলাম কবির মামুনকে (লাটিম), মোঃ জাহিদ হোসেনকে (ঘুড়ি) ও মোঃ হুমায়ুন কবিরকে (ঠেলাগাড়ী) প্রতীক দেয়া হয়। অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন, ২৮ নং ওয়ার্ডে অনুষ্ঠিত উপ-নির্বাচনকে সুষ্ঠু করতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ কেরা হবে। 


প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, সহকারি রিটানিং কর্মকর্তা মোঃ আঃ মান্নান।