মাদারীপুরের শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় নজরুল বেপারী নামের এক ব্যক্তিসহ একই পরিবারের ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুতুবপুর ইউনিয়নের রহমান আলী বেপারীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের নজরুল বেপারীর সাথে প্রতিবেশী কামরুল বেপারীর জমি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক দিন ধরেই বিরোধ চলছিলো।
হামলায় আহত নজরুল বেপারীর ছেলে মো. মিলন জানান, জমি সংক্রান্ত বিষয়ে পুরানো বিরোধ থাকলেও বৃহস্পতিবার পরিকল্পিতভাবে কামরুল বেপারীর লোকজন বাড়িতে এসে হামলা চালায়। বাড়ি ঘর ভাঙচুর করে। ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। এসময় নগদ টাকা আর স্বর্ণালঙ্কার খোঁয়া যায় আমাদের। আমাদের ঘরে ঢুকে মা ও ফুপুসহ ৫ জনকে জখম করে কামরুল বেপারীর লোকজন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।