ভূঞাপুরে রেলক্রসিংয়ে দুই নারী ও শিশু নিহত; চালকসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: বুধবার ১১ই জানুয়ারী ২০২৩ ০৬:৪২ অপরাহ্ন
ভূঞাপুরে রেলক্রসিংয়ে দুই নারী ও শিশু নিহত; চালকসহ আহত ৫

টাঙ্গাইলের ভূঞাপুরে অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা দুই নারী ও এক শিশু নিহত হয়েছে।এতে অটো রিকশার চালকসহ পাঁচ যাত্রী আহত হয়েছে।


বুধবার (১১জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু সেতু—তারাকান্দি রেলপথের উপজেলার ফলদা ইউনিয়নের ঢেপাকান্দি অরক্ষিত রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত পাঁচ জনকে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে হুমায়ন নামক একজনের অবস্থার অবনতি হলে বিকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানাে হয়। 


নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের আগতেরিল্যা গ্রামের আলমগীর হােসেনের স্ত্রী লাবনী (৩০) ও একই গ্রামের সনজাব আলীর দেড় বছর বয়সী শিশু মেয়ে জান্নাতি এবং অজ্ঞাত এক নারী (৩০)। বিকেল ৫টা পর্যন্ত সময়ও নিহত অজ্ঞাত নারীর পরিচয় পাওয়া যায়নি। 

আহতরা হলেন, আগতেরিল্যা গ্রামের তুলা মিয়ার ছেলে মো. হুমায়ন (৩৫), সনজাব আলীর স্ত্রী সালেহা বেগম (৪০), মােসলেম উদ্দিনের ছেলে মো. নাসির উদ্দিন (৫০) এবং ৩০ বছরের অজ্ঞাত নারী ও তিন বছরের শিশু রয়েছে। 


ঢেপাকান্দি গ্রামের আনছার আলী বলেন, রেললাইনের পাশেই ধান ক্ষেতে কাজ করছিলাম। এমন সময় একটি বিকট শব্দ হয়। পরে দেখি একটি জামালপুরগামী একটি ট্রেন অটোরিকশাকে ঠেলে নিয়ে যাচ্ছে। এতে ট্রেনটি প্রায় আধা কিলোমিটার যাওয়ার পর থেমে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারী নিহত হয়। এসময় গুরুত্বর আহতদের উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠানাে হয়। 


ভূঞাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. আব্দুল কাদের জানান, বেলা ১১ টা ৫০ মিনিটে ২৫৪ ডাউন লােকাল জামালপুরগামী ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন থেকে রওনা হয়। দুপুর ১২ টার দিকে উপজলার ঢেপাকান্দি নামক স্থানে অরক্ষিত রেলক্রসিং এ একটি ব্যাটারি চালিত অটো রিকশাকে ধাক্কা দেয়।


এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, দুপুরের দিকে উপজেলার ঢেপাকান্দি এলাকায় ট্রেন ও অটোরিকশা দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে এক শিশুসহ মোট ৩ জনের মৃত্যু হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


এদিকে, ট্রেন দুর্ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে হতাহতের বিষয়ে খোঁজ-খবর নেয়ার জন্য হাসপাতালে গিয়েছিলাম। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে নিহতদের প্রত্যেক পরিবারকে দাফনের জন্য ও আতদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হবে।