সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে দুমকিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: শুক্রবার ১৩ই আগস্ট ২০২১ ০৪:০৭ অপরাহ্ন
সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে দুমকিতে মানববন্ধন

খুলনার শিয়ালী গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও ভূমি দখলের প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে দুমকি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 



এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দুমকি উপজেলা শাখার সভাপতি সুকুমার চন্দ্র দাস, সম্পাদক উজ্জল চন্দ্র দাস ও ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের পটুয়াখালী জেলা শাখার সভাপতি দিপক কুমার দাস। এসময় বিভিন্ন সংগঠনের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। 



মানববন্ধনে বক্তারা সারা দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন ও বিভিন্ন উপশানলয়ে ভাংচুরের সুষ্ঠ বিচারের স্বার্থে বিশেষ ট্রাইবুনাল গঠনের দাবি জানান। গত ৭ আগষ্ট খুলনা জেলার রুপসা উপজেলায় শিয়ালী গ্রামে চারটি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু ও কয়েকটি বাড়িতে ভাংচুর চালায় দুর্বৃত্তরা।