বিয়ে বাড়িতে হঠাৎ হাজির ইউএনও; জরিমানা ৫০ হাজার

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: সোমবার ২৬শে জুলাই ২০২১ ১১:০০ পূর্বাহ্ন
বিয়ে বাড়িতে হঠাৎ হাজির ইউএনও; জরিমানা ৫০ হাজার

শেরপুরের নকলায় বাল্যবিয়ের অনুষ্ঠান পন্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। ওই সময় মেয়ের ও বরের বাবাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হলেও উভয় পক্ষকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।


ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৫ জুলাই) রাত ১০টায় উপজেলার নকলা ইউনিয়নের ছত্রকোনা গ্রামে মাদরাসা পড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক এক ছাত্রীর বাল্য বিবাহের অনুষ্ঠানে ইউএনও জাহিদুর রহমান হাজির হয়। এসময় বাল্যবিবাহ পরিচালনার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইনে বর ও কনের বাবাকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান বলেন, বাল্যবিয়ের খবরে পুলিশ নিয়ে সেখানে গিয়ে মেয়ের বিয়ের বয়সের কাগজ যাচাই করে দেখি মেয়ের বয়স কম। পরে কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর ও মেয়ের বাবাকে মেয়ের বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেওয়া হয় এবং বরকে ২৫ হাজার ও মেয়ের বাবাকে ২৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।


তিনি আরো বলেন, ২০১৮ সালের এপ্রিল মাসের ৩০ তারিখে নকলাকে জেলার প্রথম বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। অতএব, এ উপজেলায় বাল্যবিবাহ কোন ভাবেই মেনে নেওয়া হবেনা। নকলা উপজেলায় বাল্যবিবাহের কোন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পরিবারের অভিভাবক, বর, আয়োজক ও নিকাহ রেজিষ্ট্রার বা কাজীদেরকে আইনের আওতায় আনা হবে।