দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে শেষ মুহূর্তে ঈদে ঘরে ফেরা মানুষের ঢল দেখা গিয়েছে। মঙ্গলবার সকালে একযোগে শিল্পকারখানা ছুটি হওয়ার পর থেকে দৌলতদিয়া ঘাটে দেখা গিয়েছে ঘরমুখো মানুষের ঢল, তবে এ নৌরুটে সব ফেরি ও লঞ্চ চলাচল করায় যাত্রীদের স্বস্তি ফিরেছে।
মঙ্গলবার (২০ জুলাই ) ঘাট এলাকা এমন দৃশ্য দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, ফেরিঘাটে এবং লঞ্চঘাটে নোঙর করার পর মানুষের ঢলে ঠাঁই নেই ফেরিতে ও লঞ্চে। লক্ষনীয় বিষয় স্বাস্থ্যবিধির তেমন কোনো বালাই নেই। অতিরিক্ত ভাড়া দিয়ে ঘাটে এসে গাদাগাদি করে ফেরিতে পার হচ্ছেন মানুষ। প্রতিটি ফেরিতেই যাত্রী-যানবাহনকে নিয়মতান্ত্রিকভাবে উঠানো হচ্ছে। এতে আগের চেয়ে পন্টুনে জটলা ও ভোগান্তি কমে এসেছে। আজ দৌলতদিয়া ঘাটে দেখা যায়নি যানবাহনের দীর্ঘ সারি।
জানা গেছে, দৌলতদিয়া ঘাটের প্রবেশমুখের বিভিন্ন পয়েন্টে চেকপোস্টের পাশাপাশি আজ ঘাটে শৃঙ্খলা রক্ষায় বাড়ানো হয়েছে অতিরিক্ত পুলিশ। আর যাত্রী আর যানবাহন পারাপারে দৌলতদিয়া -পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৬ টি ফেরি সচল রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কতৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃৃৃপক্ষ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ম্যানেজার মো. শিহাব উদ্দিন বলেন, মানুষের দুর্ভোগ দূর-করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দৌলতদিয়া -পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে। সব গুলো ফেরি চলাচল করায় ফেরি ঘাটে নেই যানবাহনের দীর্ঘ সারি। তবে নদীতে স্রোত থাকায় ফেরি চলাচলে কিছুটা বেগ পেতে হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।