হিজলায় জমি নিয়ে বিরোধে ভাতিজাকে কোপালো চাচা

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: সোমবার ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ ০৫:০৫ অপরাহ্ন
হিজলায় জমি নিয়ে বিরোধে ভাতিজাকে কোপালো চাচা

বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার দায়ের কোপে ভাতিজা গুরুতর আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে বাড়ির পেছনের সরকারি খালে মাটি কাটার সময় এ ঘটনা ঘটে। আহত ভাতিজা মোঃ বাকি বিল্লাহ বর্তমানে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।  


বাকি বিল্লাহ জানান, তিনি খাল থেকে মাটি কাটার প্রস্তুতি নিচ্ছিলেন, এ সময় তার চাচা খোরশেদ বেপারী, শাহে আলম বেপারী ও দুই চাচী এসে বাধা দেন। কথা কাটাকাটির একপর্যায়ে শাহে আলম হাতে থাকা দা দিয়ে তার মাথায় কোপ দেন, এতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।  


অপরদিকে অভিযুক্ত শাহে আলম দাবি করেছেন, তারা তাদের ক্রয়কৃত জমি থেকে মাটি কাটতে গেলে বাধা দেওয়া হয়। তবে প্রত্যক্ষদর্শী বেলায়েত হোসেন বেপারী ও আলমতাজ জানান, ঘটনাস্থল সরকারি খালের মধ্যেই পড়ে এবং সেখানে মাটি কাটতে গেলে চাচারা বাধা দেন, একপর্যায়ে দা দিয়ে হামলা চালানো হয়।  


স্থানীয়দের দাবি, এটি দীর্ঘদিনের পারিবারিক বিরোধ যা মাটি কাটার ঘটনাকে কেন্দ্র করে সহিংসতায় রূপ নিয়েছে। তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন।  


এ ঘটনার পর আহতের পরিবার হিজলা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শাহে আলমকে আটক করেছে এবং তদন্ত শুরু হয়েছে।  


হিজলা থানার ওসি জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  


এদিকে স্থানীয়রা জানান, সরকারি খালের মাটি কাটাকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলে আসছিল, যা শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নেয়। আহতের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।  


এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। পুলিশ বলেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।