ভোলায় ৮৯১ ভূমিহীন পাবে প্রধানমন্ত্রীর উপহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৭ই জুন ২০২১ ০৯:২০ অপরাহ্ন
ভোলায় ৮৯১ ভূমিহীন পাবে প্রধানমন্ত্রীর উপহার

মুজিব শতবর্ষে দ্বীপজেলা ভোলায় জমি সহ পাকা ঘর পাবে ৮৯১ ভূমিহীন পরিবার। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় ভোলায় এই ঘর বিতরন কর্মসুচী উদ্বোধন করবেন বলে জানিয়েছেন  ভোলার জেলা প্রশাসক মি. তৌফিক এলাহী চৌধুরী।




বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ১১ টার সময় ভোলার জেলা প্রশাসক তার সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং সাংবাদিকদের এ তথ্য জানান।




এসময় জেলা প্রশাসক মি. তৌফিক এলাহী বলেন, মুজিব শত বর্ষ উপলক্ষে ভোলায় প্রথম ধাপে ৫২০ ভূমিহীন পরিবারকে আমরা ঘর ও জমি প্রদান করেছি এবার দ্বিতীয় ধাপে ৩৭১ টি গৃহহীন পরিবারকে একই ভাবে ঘর ও জমি প্রদান করা হবে। এনিয়ে ভোলায় মোট ৮৯১ টি পরিবারকে এই সুবিধা দেয়া হবে।




এ সময় তিনি আরো বলেন, মুজিব শতবর্স উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় গৃহহীন ভূমিহীন পরিবারকে জমি সহ পাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রী জেলার ভূমিহীনদের এই সুবিধা দিচ্ছে যা ভবিষ্যতেও চলমান থাকবে।




এসময় উপস্থিত ছিলেন, স্থানিয় সরকার শাখার উপ-পরিচালক মি. মামুন আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মি. সুজিত কুমার হালদার, সদর উপজেলার নির্বাহী মি. মিজানুর রহমান প্রমুখ।