পায়রা বন্দরে অপসারন করা হচ্ছে হেলে পড়া সীমানা প্রাচীর

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ১লা ফেব্রুয়ারি ২০২৩ ০৫:২৭ অপরাহ্ন
পায়রা বন্দরে অপসারন করা হচ্ছে হেলে পড়া সীমানা প্রাচীর

অবশেষে অপসারণ করা হচ্ছে পায়রা বন্দরের হেলে পড়া দুই শত ফুট সীমানা প্রাচীর (গাইড ওয়াল)। গতকাল মঙ্গলবার শেষ বিকেলে বন্দর কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ অপসারন কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান এবিএম ওয়াটার কোম্পানী। এতে কিছুটা স্বতি ফিরেছে বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় মানুষের মাঝে।


গত সোমবার সন্ধ্যায় নির্মান কাজ শেষ হতে না হতেই হেলে পড়ে পায়রা বন্দরের কোয়াটার সংলগ্ন উত্তর পাশের ২ শ ফুট সীমানা প্রাচীর ( গাইড ওয়াল)। এসময় ক্ষতিগ্রস্থ হয় আরও একটি ১শ ফুট দৈর্ঘ্যরে গাইড ওয়াল। এ নিয়ে বেশ কিছু গনমাধ্যমে সংবাদ প্রচার হলে টনক নড়ে বন্দরের কৃর্তপক্ষের। ১১ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩ হাজার ফুট দৈর্ঘ্যরে এ সীমানা গাইড ওয়ালের নির্মান কাজ করছে এবিএম ওয়াটার কোম্পানী।  


পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানকে হেলে পড়া গাইড ওয়াল অপসারন করে নতুন করে নির্মানের নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।