কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, উপজেলা প্রতিনিধি কাউখালি (পিরোজপুর)
প্রকাশিত: বুধবার ৮ই ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৫০ অপরাহ্ন
কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

''উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ" এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত দিনব্যাপী দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ে  কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত । 


কাউখালী এস বি সরকারী বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে বুধবার  সকালে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর জেলার বিআরডিবির উপ-পরিচালক বিএম কামরুজ্জামান। 


বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাউখালী ইউসিসিএ লিমিটেড সভাপতি হারুন অর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুম মিয়া, সরকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা নুসরাত নওশীন সুবর্ণা প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, এস বি সরকারি বালিকা বিদ্যালয়ের একাডেমিক চিফ মোস্তফা কামাল। অনুষ্ঠান শেষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। 


অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ বাল্য বিবাহকে আমরা না বলি।