জাবি শিক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২২শে ফেব্রুয়ারি ২০২১ ০৫:২৭ পূর্বাহ্ন
জাবি শিক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

বন্ধ থাকা অবস্থায় তালা ভেঙে হলে উঠে যাওয়া আন্দোলনরত শিক্ষার্থীদের সোমবার সকাল ১০টার মধ্যে হলত্যাগের নির্দেশ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।


রবিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা মহামারী থেকে সুরক্ষার জন্য সরকারি নির্দেশে বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ রাখা হয়েছে। তাই জোর করে যারা হলে উঠে পড়েছে তাদের হল ত্যাগ করতে হবে। নির্দেশ না মানলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারও দেয়া হয়েছে।


এর আগে, রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বরে সংবাদ সম্মেলনে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও হল খুলে দেয়ার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।


এদিকে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষের ঘটনায় রবিবার রাতে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আশুলিয়া থানায় অজ্ঞাত ২৫০ জনকে আসামী করে এই মামলা করা হয়।