নকলায় বিট পুলিশিং সচেতনতায় পথসভা

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: বুধবার ১৩ই জানুয়ারী ২০২১ ০২:৫৮ অপরাহ্ন
নকলায় বিট পুলিশিং সচেতনতায় পথসভা

‘‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’’ এ স্লোগানে শেরপুরের নকলায় বিট পুলিশিং সচেতনতায় থানা পুলিশের আয়োজনে উপজেলার চন্দ্রকোনা বাজারে বুধবার বিকেলে পথসভা অনুষ্ঠিত হয়েছে। 


পথসভায় নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, পুলিশই জনতা, জনাতাই পুলিশ। মাদক, জুয়া, বালবিবাহসহ বিভিন্ন অপরাধের বিষয়ে পুলিশকে তথ্য দিন। তথ্যদাতার নাম পরিচয় গোপন রাখা হবে। পুলিশী সেবা জনগনের দ্বারপ্রান্তে পৌছে দেওয়ার জন্যই এমন পথসভা চলমান থাকবে বলেও তিনি জানান। করোনা ভাইরাস প্রতিরোধে সকলেই নিয়মিত মাস্ক পরিধান করার পরামর্শন দেন। 


পথসভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী, চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।