আশাশুনিতে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩১শে ডিসেম্বর ২০২০ ০৮:০৮ পূর্বাহ্ন
আশাশুনিতে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন

আশাশুনিতে সুস্থ ও মেধাবী প্রজন্ম উদ্ভাবনী কাজ ও অধিকতর কর্মশক্তি সম্পন্ন প্রজন্ম সৃষ্টির লক্ষ্যে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  


উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এবং সিভিল সোসাইটি এলায়েন্স ফর স্কেলিং আপ নিউট্রিশন এর সহযোগিতায় ও খুলনা বিভাগীয় সমন্বয়কারী প্রতিষ্ঠান উদয়ন-বাংলাদেশের পরিচালনায় ও স্থানীয় বেসরকারী সংস্থা মৌমাছি’র বাস্তবায়নে সভায় উপজেলা নির্বাহি অফিসার আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী,


মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, পিআইও সোহাগ খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, মেডিকেল অফিসার মিঠুন বিশ্বাস, হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ তাজুল আজম,


উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, তথ্য সেবা কর্মকর্তা রিপা শাহরিন, উপজেলা সমবায় অডিট অফিসার রমেন্দু বাছাড়, যুব উন্নয়নের আহমেদ তানভীর সিদ্দিকী, ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি জি এম আল-ফারুক, সাধারণ সম্পাদক সমীর রায়, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান ও মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক  উপস্থিত ছিলেন।