প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ১৪:৫১
প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত পুরো বিশ্ব। মানুষ খুব বিপদে দিন যাপন করছে। এ বিপদের সময় মহামারি করোনা থেকে নিরাপত্তা লাভে বিশ্বনবির শেখানো দোয়াটি পড়া খুবই জরুরি। যে দোয়াটি তিনি তাঁর চাচা হজরত আব্বাস ইবনে মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুকে পড়তে বলেছিলন।