
প্রকাশ: ১ অক্টোবর ২০১৯, ২২:৩৮

ওসমানি শাসনামলের বিখ্যাত চিত্রশিল্পী ওসমান হামদি বে। উনিশ শতকে তার চিত্রকর্ম ও অঙ্কনশিল্প সুখ্যাতি পেয়েছিল। তার একটি চিত্রকর্ম বিপুল মূল্যে বিক্রি হয়ে তাক লাগিয়ে দিয়েছে। ৬.৩ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড মূল্যে চিত্রকর্মটি বিক্রি হয়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৫ কোটি টাকার সমপরিমাণ। শনিবার (২৮ সেপ্টেম্বর) লন্ডনের এক নিলামে তার চিত্রকর্মটি বিক্রি হয়। তুরস্কের আনাদুলু নিউজ এজেন্সির প্রকাশিত খবরে এমনটা জানা গেছে।
ওসমান হামদি বে আধুনিক তুর্কি চিত্রশিল্পের এক অগ্রদূত। ১৮৪২ সালে তৎকালীন ওসমানি খেলাফতের রাজধানী ইস্তাম্বুলে তার জন্ম। তুর্কি চিত্র ও শিল্পকলায় আধুনিক ধারা সৃষ্টি করেছিলেন। ১৯১০ সালে ইস্তাম্বুলে তার মৃত্যু হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব