
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৭

সৃষ্টির মধ্যে এমন কোনো জীবনের অস্তিত্ব নেই, যে জীবন মহান আল্লাহর স্মরণাপন্ন হয় না। বরং ইচ্ছায়-অনিচ্ছায় সব সৃষ্টিই মহান রবের দিকেই ধাবিত হয়। হাত ও চোখ তার দিকেই প্রসারিত করে। কেননা দুনিয়ার সব ভালো কথা ও একান্ত আবেদন-নিবেদনগুলো আল্লাহর কাছে পৌছে আবার নিরাপরাধ ব্যক্তির নিরব অশ্রু ও বিপদগ্রস্ত লোকের করুণ আর্তনাদও আল্লাহ তাআলা শুনতে পান।
আর এ কারণেই বান্দা সুখে-দুঃখে, অভাব-অনটনে এবং বিপদ-মুসিবতের সময় উভয় হাত ও চোখ তার দিকেই প্রসারিত করে। আর এ সব আবেদনের আলোকেই সমস্যার সমাধানে আল্লাহ তাআলা প্রতিনিয়ত কাজে ব্যস্ত থাকেন। আল্লাহ বলেন- ‘আসমান এবং জমিনে যা কিছু (যত সৃষ্টি) আছে সবাই তার কাছে সাহায্য প্রার্থনা করে আর তিনি প্রতিটি মুহূর্তেই (এসব কাজ সম্পাদনে) কর্মে ব্যস্ত।’ (সুরা আর-রহমান : আয়াত ২৯) সে কারণেই মানুষ যখনই কোনো বিপদ-আপদে পতিত হয় তখনই মানুষ আশা ও ভয়ের মাধ্যমে আল্লাহকে ডাকে। হৃদয়ের গভীর থেকে একান্তে মুধুর নামে আল্লাহকে ডাকে।
