যে আমল মানুষকে সজিব করে দেয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৩শে আগস্ট ২০১৯ ১১:১২ পূর্বাহ্ন
যে আমল মানুষকে সজিব করে দেয়

আল্লাহ তাআলা আর-রাহমান এবং আর-রাহিম দ্বারা অতিশয় দয়ালু ও মেহেরবান হিসেবে পরিচিত। আল্লাহ তাআলা দুনিয়াতে সবার জন্য রহমান আর পরকালে তিনি শুধু মুমিন বান্দার জন্য হবে রাহিম। হাদিসে এসেছে-
‘আল্লাহ তাআলা ৯৯টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি উহা পড়বে নিশ্চিত সে জান্নাতে প্রবেশ করবে।’ (বুখারি ও মুসলিম, মিশকাত)

এছাড়া আল্লাহ তাআলা গুণবাচক নামের আমলে রয়েছে অনেক উকারিতা। আল্লাহ তাআলা গুণবাচক নাম ‘আর-রাহমান ও আর-রাহিম’-এর আমলের মাধ্যমে মানুষ অন্যায় ও অশান্তি থেকে দূরে থাকে এবং পাণচাঞ্চল্য ফিরে পায়। অলসতার ভাব দূর হয়ে যায়।

Amal

উচ্চারণ : ‘আর-রাহমানু : আর-রাহিমু’
অর্থ : অতি দয়ালু দাতা ও অনুগ্রহকারী।

আমল
> যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আল্লাহর গুণবাচক নাম اَلرَّحْمَنُ - اَلرَّحِيْمُ (আর-রাহমানু,আর-রাহিমু) ১০০ বার পড়ে আল্লাহ তাআলা তার-
- অন্তরের অলসতা দূর করে দেন।
- অশান্তি ও গ্লানি দূর করে দেবেন।
- স্মৃতি ভ্রম দূর করেন।
- জীবনের কাঠিন্য দূর করে দেন।
- সব সৃষ্টিকে তার প্রতি দয়াশীল করে দেবেন।
- সবার অনুগ্রহ লাভ করবেন।

> যে ব্যক্তি আল্লাহর গুণবাচক নাম اَلرَّحْمَنُ - اَلرَّحِيْمُ (আর-রাহমানু,আর-রাহিমু) ৩০০ বার পড়বেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির-
- দোয়া কবুল করবেন।
- গোনাহ মাফ করে দেবেন। এবং
- বিপদ-আপদ থেকে হিফাজত করবেন।

> আর যে ব্যক্তি সব সময় আল্লাহর গুণবাচক নাম اَلرَّحِيْمُ (আর-রাহিমু) পড়বেন আল্লাহ তাআলা তার যাবতীয় বিপদ-আপদ দূর করে দেবেন।
> আর প্রত্যেক দিন এক হাজার বার ‘ইয়া রাহিমু’ জিকির করলে তার মন দয়ালু ও নরম হবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আর প্রিয় গুণবাচক নাম ‘আর-রাহমানু ও আর-রাহিমু’ নামের আমল যথাযথ করার তাওফিক দান করুন। আমিন।

ইনিউজ ৭১/এম.আর