
প্রকাশ: ৭ জুন ২০১৯, ১৭:২৬

মাদরাসায় সাধারণত মুসলিমরাই লেখা-পড়া করে থাকে। এক্ষেত্রে ভারতের কিছু কিছু প্রদেশ ব্যতিক্রম। সেখানে মাদরাসায়ও স্থানীয় হিন্দুসহ অমুসলিমরাও পড়াশোনা করছে। সম্প্রতি ভারতের মাদরাসাগুলোতে হিন্দু শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত বছরের তুলনায় এবার অমুসলিম শিক্ষার্থীর সংখ্যা পাঁচ শতাংশ বেড়ে গেছে। ইতিপূর্বে ভারতের মাদরাসাগুলোতে ছয় থেকে সাত শতাংশ শিক্ষার্থী অমুসলিম হলেও এবার সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৯২ শতাংশ। গত বৃহস্পতিবার (১৬ মে) প্রকাশিত দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফলে এ তথ্য উঠে এসেছে। ভারতের মাদরাসা শিক্ষা বোর্ডের দেয়া তথ্য মতে, ‘এ সব মাদরাসায় শিক্ষার্থীদের পাসের হারও আগের তুলনায় বেড়েছে। আবার এসব মাদ্ররাসায় ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যাও কমে গেছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব