
প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৯, ১৬:৩৬

আস-সাবুরু (اَلصَّبُوْرُ) আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে অন্যতম একটি নাম। এ নামের গুণ ও মর্যাদা সম্পর্কে কুরআনে পাকে অনেক আয়াত নাজিল হয়েছে। এ গুণবাচক নামের রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত। হাদিসে পাকে আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের অনেক আমল ও ফজিলত বর্ণিত আছে। যে গুণবাচক নামের আমলে মানুষ বিভিন্ন সমস্যা থেকে মুক্তি লাভ করে। তাছাড়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির (আমল) করবে; সে জান্নাতে যাবে।’ দুঃখ দুর্দশা ও বিপদাপদে এ পবিত্র গুণবাচক নামের আমল করলে শান্তি লাভ করব। আর নিরাপত্তা লাভে এ গুণবাচক নাম (اَلصَّبُوْرُ) ‘আস-সাবুরু’-এর নিয়মিত আমলই যথেষ্ট।


ইনিউজ ৭১/এম.আর