অপরাধমুক্ত সমাজ গঠনে ইসলামী শিক্ষার বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৩রা মার্চ ২০১৯ ০৭:৪২ অপরাহ্ন
অপরাধমুক্ত সমাজ গঠনে ইসলামী শিক্ষার বিকল্প নেই

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খেদমতে কুরআন পরিষদের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী তাফসিরুল কুরআন মহাসম্মেলনের সমাপনী দিনে বক্তারা বলেছেন-অপরাধমুক্ত সমাজ গঠনে ইসলামী শিক্ষার বিকল্প নেই। তারা বলেন-কুরআনী শিক্ষার অভাবে সমাজে বিদআত ও কুসংস্কার ছড়িয়ে পড়ছে। এতে লাভবান হচ্ছে ধর্মের লেবাসধারী এক শ্রেণির ভন্ড পীর ও প্রতারক গোষ্ঠী। তারা সাধারণ মুসলমানদের ঈমান হরণ করে রাতারাতি আঙ্গুল ফুঁলে কলা গাছ বনে যাচ্ছে। আর তাদের ফাঁদে পা দিয়ে নষ্ট হচ্ছে মুসলমানদের ঈমান-আমল। তাই  দেশের আনাচে-কানাচে ব্যাপকভাবে দ্বীনি প্রতিষ্ঠান, মাদরাসা-মক্তব, মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে ভ্রষ্টতার পথ থেকে মুসলিম জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। দুইদিনব্যাপী তাফসিরুল মহাসম্মেলন শ্রীমঙ্গলের ভানুগাছ সড়কের কার-মাইক্রো বাসস্ট্যন্ড-এ শুক্রবার শুরু হয়ে শনিবার মধ্যরাতে বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয়। 

দুই দিনব্যাপী তাফসিরুল কুরআন মহাসম্মেলনে বক্তব্য রাখেন-শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, বরুণার পীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর ফারুক বর্ণভী,মাওলানা  ইসমাইল বিন ইবরাহিম-সাবেক মুফতি ধর্ম মন্ত্রণালয়, কাতার,আল্লামা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী-সাবেক ইমাম ও খতিব দারুল উলুম দেওবন্দ, শায়খুল হাদিস আল্লামা মুফতি মুশতাকুন্নবী কাশেমী, আল্লামা মুফতি মুজিবুর রহমান,মাওলানা তাফহিমুল হকসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম ও ইসলামী চিন্তবিদগণ। খেদমতে কুরআন পরিষদ শ্রীমঙ্গলের সভাপতি হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ  চৌধুরী জুমন ও মাওলানা শাব্বির আহমদ ফতেহপুরীর সঞ্চালনায় সম্মেলনের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হামিদ, শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জামাল উদ্দিন, মওলানা শায়খ সৈয়দ মুজাদ্দিদ আলী, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতর সভাপতি এ এসএম ইয়াহইয়া, পৌরসভার প্যানেল মেয়র-১ কাজী আব্দুল করিম ও ডা. কামাল হোসেন চৌধুরী।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব