আলেম সমাজকে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, বিপ্লবোত্তর বাংলাদেশ নিয়ে নানা কল্পকাহিনি প্রচার করা হলেও বাস্তবে তার কিছুই হয়নি, যা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
রোববার রাজধানীর মিরপুর-১৪-তে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে ঢাকা-১৫ আসনের উলামায়ে কেরাম ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাতি ও ইসলামের কল্যাণে দেশের আলেম সমাজের ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, আলেম ও তালেব উভয়ই সুসংবাদপ্রাপ্ত, কারণ হাদিসে বর্ণিত হয়েছে, ‘তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে নিজে কুরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়।’
দ্বীনের শিক্ষা সংকোচিত হলে সমাজে অন্ধকার নেমে আসবে মন্তব্য করে তিনি বলেন, দেশে দ্বীনের শিক্ষা যত সম্প্রসারিত হবে, ততই সমাজ আলোকিত হবে। আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের শাসনামলে আলেম-উলামাদের অন্যায়ভাবে কারারুদ্ধ করে নির্মম নির্যাতন চালানো হয়েছে, যখন অপরাধীরা নির্বিঘ্নে ঘুরে বেড়িয়েছে।
নিজের গ্রেপ্তারের স্মৃতিচারণ করে তিনি বলেন, গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তবে আয়নাঘরে রাখা না হলেও তিনি তা দেখেছেন। প্রথমে কেরানীগঞ্জ কারাগারে ও পরে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে নেওয়া হয়। তিনি বলেন, গাড়িতে অন্য আলেমদের হাতকড়া ও পায়ে বেড়ি পরানো দেখে তিনি কেঁদেছিলেন, তবে আল্লাহ তাদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করেছেন।
ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, এ দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও এখানে সব ধর্মের মানুষ বাস করে। তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং সকলের কল্যাণে কাজ করাই মূল লক্ষ্য হওয়া উচিত।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।