মালয়েশিয়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩১শে অক্টোবর ২০২৪ ০৭:২২ অপরাহ্ন
মালয়েশিয়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত দোয়া  ও আলোচনা সভায় সংগঠনের গৌরব, ঐতিহ্য এবং সংগ্রামের কথা স্মরণ করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খান। যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী এবং নাজমুল হাসান অনুষ্ঠানের সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি লায়ন মাহবুব আলম শাহ, সহ-সভাপতি তালহা মাহমুদ, শাখায়াত হোসেন, ড. এম রহমান তনু, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহউদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলমসহ অন্যান্য নেতারা।


আলোচনা সভায় যুবদলের সদস্যরা তাদের প্রত্যাশা ও আগামী দিনের লক্ষ্যের কথা তুলে ধরেন। তারা দেশের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন। শুভেচ্ছা বক্তব্যে মালয়েশিয়া বিএনপির সদস্য জসিমউদদীন, যুবনেতা সুলতান বিন সিরাজ, শেখ মো. সেলিম, নূর এ সিদ্দিকী সুমন এবং কেএল মহানগরের অন্যান্য নেতারা তাদের সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।


অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, সদ্যপ্রয়াত আব্দুল্লাহ আল মামুন লিটন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা জাফরুল্লাহ।


এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যুবদলের সদস্যরা তাদের ঐতিহ্য ও সংগ্রামের পথে নতুন উদ্দীপনা এবং শক্তি লাভ করেন, যা ভবিষ্যতে দেশের রাজনীতিতে একটি শক্তিশালী ভূমিকা রাখতে সহায়ক হবে।