প্রথম ইনিংসে ৪১৬ রান পিছনে থাকতেই অলআউট হওয়ায় বাংলাদেশকে ফলোঅন করিয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ব্যাট করতে নেমে ফের ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।২৯ রানেই ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। সাজঘরে ফেরত গেছেন ওপেনার সাদমান ইসলাম (১৬ বলে ৬), মাহমুদুল হাসান জয় (৩১ বলে ১১) ও মমিনুল হক (২ বলে ০)।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ২৯ রান। জাকির হাসান ৪ নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ০ রানে। বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ৩৮৮ রানে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বৃহম্পতিবার ৪ উইকেটে ৩৮ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। এরপর ১৫৯ রানে অলআউট হয় তারা।শুরুর দিকে ১১ বলের মধ্যে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। ৪৮ রানে ৮ উইকেট ছিল বাংলাদেশের।
পতন শুরু হয় নাজুমল হোসেন শান্তকে দিয়ে। এদিন দলীয় সংগ্রহ ১০ রান যোগ হওয়ার আগেই আউট হন তিনি। দিনের চতুর্থ ওভারের কাসিগো রাবাদার পঞ্চম বলে বিহাইন্ড দ্যা উইকেটে ক্যাচ হন শান্ত। উইকেটরক্ষক কাউল ভেরেইনের হাতে ধরা পড়ার আগে ১৭ বলে ৯ রান করেন বাংলাদেশ অধিনায়ক।পরের ওভারেই আউট হন মুশফিকুর রহিম। ২ বলে ০ রানে ডেন পিটারসনের বলে টনি ডি জর্জির হাতে ক্যাচ হন তিনি।
ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে নতুন ব্যাটার মেহেদী হাসান মিরাজকে (৩ বলে ১) তুলে নেন রাবাদা। ওভারের প্রথম বলেই উইকেটরক্ষক ভেরেইনের হাতে ক্যাচ হন ডানহাতি ব্যাটার। তৃতীয় বলে মাহিদুল ইসলাম অঙ্কনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রাবাদা।অভিষেক ম্যাচে ২ বলে ০ রানে আউট হন অঙ্কন। ৪৮ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। এরপর নবম উইকেটে ১০৩ রানের জুটি করেন মমিনুল ও তাইজুল।
মমিনুলকে অবশ্য ফিরতে হয় সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। ১১২ বলে ৮২ রান করে সেনুরান মুথুসামির বলে এলবিডব্লিউ হয়ে যান বাঁহাতি ব্যাটার।এরপর বেশিক্ষণ টিকতে পারেননি তাইজুল ইসলাম। ৯৫ বলে ৩০ রান করে কেশব মহারাজের হাতে ফিরতি ক্যাচ দিয়ে ফেরত যান তিনি। তাইজুলের আউটে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।