১০ই জানুয়ারী “স্বদেশ প্রত্যাবর্তন” দিবস উপলক্ষে ফিনল্যাণ্ড আওয়ামী লীগের উদ্যোগে ১২ই জানুয়ারী রোজ রবিবার এক আলোচনা সভার অয়োজন করা হয়। ১৯৭২ সালের ১০ই জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানী কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির প্রাণকেন্দ্রে অভিজাত রেঁস্তোরা ‘মিস্টার ডন’ এ সন্ধ্যায় এই আলোচনা সভার আয়োজন করা হয়।বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে গুরুত্বপূর্ন আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ সভাপতি তপন বঙ্গবাসী। সভা পরিচালনা করেন সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শাখাওয়াত হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি পলাশ কামালী,ইকবাল হোসেন বকুল,মোস্তফা আজাদ বাপ্পী। আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও আওয়ামীলীগ নেতা ডক্টর জহিরুল ইসলাম,জুনায়েদ,স্বপ্নিল সহ আরও অনেকে। আলোচনা সভার শুরুতেই সর্বকালের শ্রেষ্ট বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতি গভির শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। প্রায় সকল বক্তাই বলেন বঙ্গবন্ধু‘র জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না। আর স্বাধীনতা বিরোধী সকল পরাশক্তির বিরুদ্ধে ফিনল্যান্ড আওয়ামী লীগ সব সময় বলিষ্ঠ ভুমিকা রাখবে। এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়ণের অভিযাত্রায় ফিনল্যান্ড আওয়ামী লীগ বিশেষ অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন লিটন, টিপু, সান্তু, তাইজুল, সজল, মামুন, রাজিব, লিটন, খায়রুজ্জান প্রমুখ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।