ফিনল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৩০শে সেপ্টেম্বর ২০১৯ ১১:২২ পূর্বাহ্ন
ফিনল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী পালিত

২৮শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম শুভ জন্মবার্ষিকী। ফিনল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে চার চার বারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উদযাপন করা হয়। ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে অভিজাত রেঁস্তোরা মিস্টার ডন এ উৎসবমুখর পরিবেশে কেক কেঁটে জননেত্রীর ৭৩তম জন্মবার্ষিকী শুরু হয়। জননেত্রীর এই জন্মদিনে ফিনল্যান্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন , সহ সভাপতি পলাশ কামালী,ইকবাল হোসেন বকুল,তপন বঙ্গবাসী, আওয়ামী লীগ নেতা রাজু মালেক, সাংস্কৃতিব্যাক্তিত্ব প্রবীন আওয়ামী লীগ নেতা মোস্তফা আজাদ বাপ্পী ও জিতু ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ আওয়ামী লীগ নেতা ডক্টর জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হোসাইন আহম্মদ টিপু, সোহেল মোহাম্মদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জননেত্রীর জন্ম উৎসবের কেক-কফি আপ্যায়নের পর শেখ হাসিনার জীবন ও রাজনীতির উপর আলোচনায় স্বতঃস্পুর্তভাৱে সবাই অংশগ্রহন করেন। জন্মদিনের এই আলোচনায় প্রায় সকল বক্তাই সাংগঠনিক গঠনতন্ত্র ও রীতিনীতি মেনে সুষ্ঠধারার রাজনৈতিক চর্চ্চার মাধ্যমে সত্যিকার বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন ফিনল্যান্ড আওয়ামী লীগকে গড়ে তুলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অভিযাত্রায় বিশেষ অবদান রাখবে-এই প্রত্যয় ব্যাক্ত করেন। পরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। পরিশেষে বাঙ্গালীর ঐতিহ্যবাহী বিরানী আপ্যায়ন করার মাধ্যমে এবারের জননেত্রীর জন্মউৎসব ফিনল্যান্ড আওয়ামী লীগ পরিসমাপ্ত করে।

ইনিউজ ৭১/এম.আর