
প্রকাশ: ২৭ মার্চ ২০১৯, ১৯:৫১

বাংলাদেশের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার টাওয়ার বুর্জ খলিফায় প্রদর্শন করা হয়েছে লাল-সবুজের পতাকার আদলে আলোক সজ্জা। ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সম্মান জানাতেই এই আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) রাত ৯ টা ৪০ মিনিটে এই আলোক সজ্জা প্রদর্শন করা হয়। এরপর ২৫ সেকেন্ড স্থায়ী ছিল এই আলোক সজ্জা। এই সজ্জায় প্রবাসের বুকে খানিকের জন্য যেন ভেসে উঠেছিল বাংলাদেশ। এ সময় আলোকসজ্জা দেখতে আসা প্রবাসীরা উল্লাসে মেতে উঠেন। বাংলাদেশ বাংলাদেশ চিৎকারে দুবাই প্রকম্পিত হয়। গেল বছর একই সময়ে এই প্রদর্শনী করা হয়েছিল।

ইনিউজ ৭১/এম.আর