প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২, ১৭:১৭
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় সবচেয়ে বড় ইন্ডাষ্ট্রিয়াল শহর আল জুবাইলে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের নিয়ে গঠিত আল জুবাইল বাংলাদেশ কমিউনিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আল জুবাইলের বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মো. ইমরান খাঁন।
তিনি ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি কল্যাণ সংসদের সদ্য সাবেক সফল সাধারণ সম্পাদক।মো. ইমরান খাঁন ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কৃর্তী সন্তান।এছাড়াও তিনি মাদক জুয়া ও যৌতুক বিরোধী আন্দোলন সিংগারবিল ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও
পরিচালক।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় মো. ইমরান খাঁন এ প্রতিবেদককে বলেন, আল জুবাইল বাংলাদেশ কমিউনিটি প্রবাসীদের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে ও প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবে। আমাকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, আল জুবাইল বাংলাদেশ কমিউনিটি মূলত প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অধিকার আদায়ে কাজ করে।