
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯, ৩:১৪

এরপর আমরা আর কোনো সমাবেশের অনুমতি নেব না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সকাল ১০টায় পুলিশ বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে। সভা-সমাবেশ আমাদের গণতান্ত্রিক অধিকার, তাই যখন ইচ্ছে সভা-সমাবেশ করব। রোববার বিকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। তারা আজ রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। সুপরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। বাংলাদেশকে লুটতরাজের রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। এদের হাত থেকে দেশ রক্ষার একমাত্র উপায় হল গণঅভ্যুত্থান।
তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের বিরুদ্ধে একটি কার্যকর গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রকে পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে মুক্ত করব। এখন অন্য কোনো স্লোগান না দিয়ে সবাই স্লোগান দেবেন এ সরকার নিপাত যাক।
রোববার ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাসারের সভাপতিত্বে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচি কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় ব্যাপক সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। সমাবেশ শুরুর দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় যান চলাচলের জন্য একটি লেন করে দেয়া হলেও পরে নেতাকর্মীদের ভিড়ে তা বন্ধ করে দেয়া হয়।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে। এটা বাস্তবায়ন করতে হলে খালেদা জিয়াকে আটকে রাখা ছাড়া তাদের বিকল্প নেই। তাই আজ জাতীয়তাবাদী শক্তি ইস্পাত কঠিন ঐক্য গড়ে একটা ধাক্কা দিতে পারলে এ সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এ সরকার থাকলে খালেদা জিয়ার মুক্তি হবে না। তাই প্রথমে প্রয়োজন সরকারের পতন। সমাবেশ বা জিন্দাবাদ স্লোগান দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। ’৭১-এ স্লোগান দিয়ে দেশ স্বাধীন হয়নি। যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বহুদিন কষ্ট করেছেন। জেল-জুলুম সহ্য করেছেন। এখন রাজপথে নামতে হবে। অধিকার আদায় করতে হবে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যে দেশে আইনের শাসন নেই সেখানে আইনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি হবে তা বিশ্বাস করার কারণ নেই। সারা বিশ্বে গণতন্ত্রেও মহানায়করা যেভাবে মুক্ত হয়েছেন খালেদা জিয়াকেও সেভাবে আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে হবে। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম ও মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসান সমাবেশ পরিচালনা করেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব