
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯, ২:৫০

মানুষ হত্যা করা সরকারের কাছে এখন ‘ডাল-ভাত’ হয়ে গেছে উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কথায় কথায় সভা-সমাবেশে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। ভোলায় সংঘর্ষের ঘটনার প্রতিবাদে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে রিজভী এ কথা বলেন। মিছিলটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে কাকরাইল নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে পল্টন, শাহবাগ ও রমনা থানা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব