
প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ২:২৬

ভোলার ঘটনা পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ করে ওই ঘটনার প্রতিবাদে বুধবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে দলটি। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সংবাদ সম্মেলনে মোশাররফ হোসেন বলেন, কোনো ধর্ম নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করা এই দেশের আবহমানকালের ঐতিহ্যে নেই। আমরা মনে করি, ভোলার ঘটনা পূর্ব পরিকল্পিত। যে কারণে ভোলাকে রক্তে রঞ্জিত করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার দাবি জানায় বিএনপি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব