অনুমতি না পাওয়ায় জাতীয় ঐক্যফ্রন্টের আগামীকাল মঙ্গলবারের শোক সমাবেশ হচ্ছে না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে এ শোক সমাবেশের আয়োজন করা হয়েছিল।
অনুমতি না পাওয়ায় ফ্রন্টের নেতারা সমাবেশের কর্মসূচি আরো কয়েকদিন পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২২ অক্টোবর শোক সমাবেশের কর্মসূচি দিয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার বিকেলে ফ্রন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ পিছিয়ে দেয়ার বিষয়ে জানিয়ে দেয়া হবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।